জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামে হাজী ইলিয়াছ আলী এতিমখানা নামে একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে ৮ জন অসহায় ও অনাথ শিশুর ভর্তির মাধ্যমে এতিমখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক দো’আ মাহফিল ও শিরনীর আয়োজন করা হয়। এতে দো’আ পরিচালনা করেন কামালপুর ইবতেদায়ী মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ আব্দুল গণী।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম হাজী ইলিয়াছ আলীর ছেলে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমীন, শিক্ষক মামুনুর রশীদ স্বপন, মৌলানা হাবিবুর রহমান, এলাকার মুরব্বী নুরুল ইসলাম (লালই মিয়া), তজম্মুল আলী (তজই মিয়া), এমাদ উদ্দিন, আব্দুস ছালাম, প্রবাসী রুহুল আমীন রুমেল, সুহেল চৌধুরী ও ফরহাদ হোসেন রাজু প্রমূখ।
দো’আ মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে শিরণী বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে এতিমখানার প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী লেখক ও সমাজসেবী আব্দুল মালিক বলেন, হাজী ইলিয়াছ আলী এতিমখানা আমার মরহুম বাবার নামে প্রতিষ্ঠা করেছি। আমার দীর্ঘদিনের কাঙ্খিত এই এতিমখানা শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই প্রতিষ্ঠান করতে আমার যে সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভ্যানুধ্যায়ী আমাকে উৎসাহ উদ্দীপনা ও সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
বিশেষ করে মহান প্রভূর দরবারে আমার প্রার্থনা, তিনি যেন এই প্রতিষ্ঠানটিকে কবুল করেন এবং আমাদের সকলের এই নেক প্রচেষ্টাকেও যেন কবুল করেন। আমার এই শ্রম ও অর্থকে আল্লাহ পাক যেন ছদকায়ে জারীয়াহ হিসাবে আমি সহ সকল সহযোগিতাকারীদের আমলনামায় লিপিবদ্ধ করেন।
তিনি এই প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে কিয়ামত পর্যন্ত এ এতিমখানা জারি থাকার জন্য সকলের দো’আ ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply