জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য গোটারগ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মরহুম আব্দুল হাশিম ও কামালপুর গ্রামের বাসিন্দা মরহুম নজমুল হক (বাদই মিয়া)সহ এলাকার মুরদেগানদের রুহের মাগফিরাত কামনায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মোঃ আব্দুল গণী।
মাদ্রাসা শিক্ষক মাওলানা ছাদিকুর রহমানের পরিচালনায় এতে নছিহত পেশ করেন কামালপুর দক্ষিণ মহল্লা জামে মসজিদের ইমাম মাওলানা নুমান আহমদ ক্বাসিমী ও তরুণ ওয়ায়েজ হাফিজ রফিকুল ইসলাম। এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবী মাহবুবুর রহমান বাবুল, বিশিষ্ট মুরব্বী তাহির আহমদ ও আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল জব্বার। মাহফিলে মিলাদ পরিচালনা করেন হাফিজ ইসমত আহমদ ও দোয়া পরিচালনা করেন নয়া বাজার হাফিজিয়া মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক হাফিজ ফারুক আহমদ।
ঈসালে সাওয়াব মাহফিলে সদ্যপ্রয়াত দু’জন ব্যক্তি সহ এলাকার সকল মুরদেগানদের জন্য দোয়া করা হয় এবং মাদ্রাসার উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।
Leave a Reply