কুমিল্লায় একটি পূজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার জের ধরে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে তান্ডবের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি তান্ডবে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসতে প্রশাসনের প্রতি আহবান জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে। শহীদ মিনারে হামলা করেছে। এই তান্ডবকারীরা কোনভাবেই রেহাই পাবেনা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী, ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন লস্কর, উপজেলা আওয়ামী লীগ-এর সিনিয়র সদস্য তুতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ, তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, আওয়ামী লীগ নেতা ডা. বিভাকর দেশমূখ্য, যুবলীগ নেতা আব্দুস সুবহান, ছাত্রলীগ নেতা আহমদ আল ফয়ছল ও হোসেন আহমেদ প্রমুখ।
Leave a Reply