জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলসার গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন লিচু হত্যার সাথে জড়িত মূল ৩ জন আসামীকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অত্যন্ত দুর্গম এলাকা নিঝুম দ্বীপ থেকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে আলোচিত এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন-এর ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলসার গ্রামের ছয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ (২৫)।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ মোঃ সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply