সিলেট নগরীর সোবহানীঘাটস্থ প্রাইম হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. তৌহিদুর রহমান অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল (AMC) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে চিকিৎসা পেশায় তার এ অর্জন সিলেটসহ পুরো অঞ্চলের জন্য গৌরবের।
জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান ও জাহানারা বেগমের চতুর্থ পুত্র ডা. তৌহিদুর রহমান শুরু থেকেই চিকিৎসা সেবাকে মানবিক দায়িত্ব হিসেবে বরণ করে নিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার ছোট ভাই ডা. সাদিকুর রহমান একই হাসপাতালে কর্মরত এবং ছোট বোন ডা. তৌহিদা সুলতানা সিলেট নর্থ ইস্ট মেডিক্যালে দায়িত্ব পালন করছেন।
অস্ট্রেলিয়ান মেডিক্যাল কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে ভবিষ্যতেও তিনি মানবসেবার পথকে আরও বিস্তৃত করতে পারেন।
Leave a Reply