সিলেটের জকিগঞ্জে আগামীকাল মঙ্গলবার দু’টি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আর এতে উজ্জীবিত হয়ে উঠেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়,বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার জকিগঞ্জ সরকারি কলেজ ও ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০ টায় জকিগঞ্জ সরকারি কলেজ ও বেলা ১টায় ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের বহুল কাঙ্খিত এই কাউন্সিল অনুষ্ঠিত হবে।
দু’টি সাংগঠনিক ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কাউন্সিল মনিটরিং করতে কেন্দ্রীয় ছাত্রদলের টিম, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ও ৮ সদস্যের সাংগঠনিক টিম সোমবার রাতেই জকিগঞ্জ এসে অবস্থান করেছে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী।
কাউন্সিল উদ্বোধন করবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম কার্দি। ছাত্রদলের এই কাউন্সিলে সভাপতিত্ব করবেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। এছাড়া কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি।
কাউন্সিল পরিচালনা করবেন ছাত্রদল জকিগঞ্জ-কানাইঘাটের ৮ সদস্যের সাংগঠনিক টিমের মধ্যে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহমেদ ফেরদৌস সাকের, জুনেদ আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ইজ্জাদূর রহমান মুন্না, শাহ আলম, মমিনুর রহমান ও সদস্য শুয়েব আহমদ শিমন।
Leave a Reply