জকিগঞ্জে ভারী বৃষ্টি ও উজান থেকে সুরমা ও কুশিয়ারা নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে জকিগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৫ মে) বিকেলে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন নদী ভাঙ্গন ও বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বর্ষিয়ান রাজনীতিবীদ বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ তুতিউর রহমান. জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল করিম, সিলেট জেলা যুবলীগ নেতা নুরুল ইসলাম সুহেল, খালেদ মানসুরী ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী শিমুল প্রমুখ।
Leave a Reply