1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন জকিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত চাকসু নির্বাচনে এবার লড়ছেন জকিগঞ্জের ইসমাইল ফাহিম:দোয়া ও সমর্থন প্রত্যাশী জকিগঞ্জে নুমান হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনে মানববন্ধন জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে- মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খান জকিগঞ্জের কামালপুর মাদ্রাসায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কারের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত সড়কের বাজার-টু-ভিঙ্গাইর বাজার রাস্তার কাজ চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান জকিগঞ্জ-শেওলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

জকিগঞ্জের প্রভাবশালীর সেই দেয়াল ভেঙে দিয়েছে প্রশাসন: প্রশংসিত ইউএনও, এসিল্যান্ড ও ওসি

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

জকিগঞ্জে এক প্রভাবশালীর দেয়ালে দীর্ঘ ৬ মাস থেকে আটকে থাকা অবরুদ্ধ সেই পরিবার অবশেষে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা পেয়েছে। জকিগঞ্জ সংবাদ সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে চরম অমানবিক সেই বিষয়টি। যার ফলে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জকিগঞ্জ উপজেলা প্রশাসন প্রভাবশালীদের নির্মিত দেয়াল ভেঙে জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের অসহায় জেসমিন আক্তারের পরিবারকে মুক্ত করেন। আলোচিত এই দেয়াল ভাঙ্গনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ও জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না উপস্থিত ছিলেন।
এদিকে এমন একটি মানবিক পদক্ষেপের কারণে প্রশংসায় ভাসছেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
দেয়াল অপসারণের মুহূর্তে স্বস্তি ও আনন্দে চোখ ভিজে ওঠে উপস্থিত অনেকের। কেউ কেউ বলে উঠেন-“এ যেন ন্যায় ও মানবতার বিজয়।”
এ দৃশ্যের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মন্তব্যে সাধারণ মানুষ প্রশাসনের এই সাহসী ও মানবিক পদক্ষেপকে স্বাগত জানান। তাদের মতে, প্রশাসনের এ উদ্যোগ শুধু একটি পরিবারকে নয়, বরং পুরো এলাকাকে অন্যায়ের হাত থেকে মুক্ত করেছে।
রাস্তা পেয়ে জেসমিন আক্তার বলেন, “আমার সন্তানরা অবশেষে মুক্ত হলো। আমি সিলেট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে কৃতজ্ঞ। এখন আমার সন্তানরা আবার স্কুলে ফিরতে পারবে।”
এদিকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা জেলা প্রশাসকসহ প্রশাসনের চার কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য রহমত আলী হেলালী বলেন, আমরা দীর্ঘ ৬ মাস থেকে প্রশাসনের নিকট থেকে এমন একটি মানবিক কাজ দেখার অপেক্ষায় অপেক্ষমাণ ছিলাম। শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন সেই মানবিক কাজ সম্পাদন করে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে।
জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য সাংবাদিক কেএম মামুন বলেন, “আমরা শুরু থেকেই এ ঘটনাটি তুলে ধরেছিলাম। তবে জেলা প্রশাসকের নির্দেশে যে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হলো, তা প্রমাণ করে মানুষ প্রশাসনের কাছেই নিরাপদ। এ ধরনের দৃঢ় অবস্থান ভবিষ্যতে অন্যায়-অবিচার রুখে দাঁড়াতে সহায়ক হবে।”
প্রসঙ্গত, জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আজিজিয়া কমিউনিটি সেন্টারের মালিক প্রভাবশালী এমাদ উদ্দিন ও তার ভাই এনাম উদ্দিন জেসমিন আক্তারের বাড়ির প্রবেশপথ বন্ধ করে পাঁচ ফুট উঁচু দেয়াল নির্মাণ করেছিলেন। এর ফলে জেসমিন, তার চার সন্তান, বৃদ্ধা শাশুড়ি ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে ছয় মাস ঘরবন্দি জীবন কাটাতে হয়। অসহায় জেসমিন বারবার স্থানীয় প্রভাবশালীদের কাছে কাকুতি-মিনতি করেও সাড়া পাননি। বরং তার অসুস্থ স্বামীকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং শেষমেশ প্রশাসনের দ্রুত পদক্ষেপে মুক্তি মেলে পরিবারের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট