জকিগঞ্জের আটগ্রাম সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে ফেরার পথে বাইচের নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে জকিগঞ্জ উপজেলার ৩নম্বর কাজলসার ইউনিয়নের মরিচা এলাকার উদ্যোগে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিখোঁজ হাসিম আলী (৫০), জকিগঞ্জ উপজেলার ১নম্বর বারহাল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নৌকা বাইচ শেষে রোববার সন্ধ্যায় বাড়ি ফেরারপথে আটগ্রাম বাজার সুরমা নদীর ঘাটে পানির ঢেউয়ের কারণে বালিটেকা এলাকার নৌকা ডুবে যায়। ডুবন্ত নৌকায় থাকা সকলেই তাৎক্ষণিক উপরে উঠতে সক্ষম হলেও হাসিম আলী উঠতে পারেননি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সোমবার সকাল থেকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত দীর্ঘ ১৮ ঘন্টা পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, ভরা নদীতে এভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা দেয়া কোনভাবেই ঠিক হয় নি। বেশ কয়েকবার এখানে নৌকা বাইচে এসে পানিতে ডুবে অনেকের মৃত্যু হয়েছে। এমন একটি আয়োজনে প্রশাসনের কড়া নজরদারি থাকার কথা থাকলেও তা পরিলক্ষিত হয়নি। নদীতে নৌকাগুলোর বিশৃংখল চলাচলের ফলে অন্যান্য নৌকার ঢেউয়ে এ নৌকা ডুবেছে।
নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, নৌকাটি আমাদের বাইচের নির্ধারিত এলাকা ছেড়ে ডুবেছে। তাৎক্ষণিক অনেক খোজাখুজি করে নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, আজকে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বারহাল ইউপি সদস্য ঈমান উদ্দিন বলেন, এক ছেলে ও চার মেয়ের জনক হাসিম আলী নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের লোকজন চরম উদ্বিগ্ন। আমরা এলাকাবাসী বসে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।
এ বিষয়ে জানতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নাকে একাধিক বার কল দিয়ে পাওয়া যায়নি।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান, এ নৌকা বাইচ প্রতিযোগিতার বিষয়ে আমরা কোন অবগত ছিলাম না। কেউ আমাদের নিকট থেকে অনুমতিও নেয়নি। তবে নিখোঁজের বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।
Leave a Reply