জকিগঞ্জের আটগ্রাম সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় গিয়ে দুই নৌকার প্রতিযোগিতা চলাকালে নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে জকিগঞ্জ উপজেলার ৩নম্বর কাজলসার ইউনিয়নের মরিচা এলাকার কতিপয় ব্যক্তির উদ্যোগে মরিচা সবুজ সংঘের নামে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিখোঁজ হাসিম আলী (৫০), জকিগঞ্জ উপজেলার ১নম্বর বারহাল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালিটেকা গ্রামের মৃত রজিব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নৌকা বাইচ শেষ পর্যায়ে রোববার সন্ধ্যার একটু আগে দুই নৌকার প্রতিযোগিতা চলাকালে নদীতে চলমান ইঞ্জিন নৌকার ঢেউয়ে আটগ্রাম বাজার সুরমা নদীর ঘাটে নিকট বালিটেকা এলাকার নৌকা ডুবে যায়। ডুবন্ত নৌকায় থাকা সকলেই তাৎক্ষণিক সাতার কেটে উপরে উঠতে সক্ষম হলেও হাসিম আলী উঠতে পারেননি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সোমবার সকালে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাকে উদ্ধারে চেষ্টা চালালেও ভরা নদীতে প্রচণ্ড স্রোতে এ সংবাদ লেখা পর্যন্ত দীর্ঘ ১৮ ঘন্টা পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, ভরা নদীতে এভাবে নৌকা বাইচ প্রতিযোগিতা দেয়া কোনভাবেই ঠিক হয় নি। বেশ কয়েকবার এখানে নৌকা বাইচে এসে পানিতে ডুবে অনেকের মৃত্যু হয়েছে। এমন একটি আয়োজনে প্রশাসনের কড়া নজরদারি থাকার কথা থাকলেও তা পরিলক্ষিত হয়নি। নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজার হাজার উৎসুক জনতা আসলেও ছিল না কোন পুলিশ। ফায়ার সার্ভিস বা মেডিক্যাল টিম সহ পর্যাপ্ত সেচ্ছাসেবকও ছিলনা বলে অভিযোগ স্থানীয়দের। তাদের মতে, নদীতে ইঞ্জিন নৌকাগুলোর বিশৃংখল চলাচলের ফলে অন্যান্য নৌকার ঢেউয়ে এ নৌকা ডুবেছে।
নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, নৌকাটি আমাদের বাইচের নির্ধারিত এলাকা ছেড়ে ডুবেছে। তাৎক্ষণিক অনেক খোজাখুজি করে নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায়নি।
বারহাল ইউপি’র বালিটেকা এলাকার মেম্বার ঈমান উদ্দিন বলেন, এক ছেলে ও চার মেয়ের জনক হাসিম আলী নিখোঁজের ঘটনায় তাঁর বয়োবৃদ্ধ মা ও স্ত্রীসহ পরিবারের লোকজন চরম উদ্বিগ্ন। আমরা এলাকাবাসী বসে তাকে উদ্ধারের পরবর্তী করণীয় নির্ধারণ করবো।
এ বিষয়ে জানতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একজন নিখোঁজের বিষয়টি দুঃখজনক।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান, এ নৌকা বাইচ প্রতিযোগিতার বিষয়ে আমরা কোন অবগত ছিলাম না। কেউ আমাদের নিকট থেকে অনুমতিও নেয়নি। তবে নিখোঁজের বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।
Leave a Reply