জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন এলাকায় গান-বাজনা সহ কোন গাড়ি ঢুকলেই কঠোর শাস্তির হুশিয়ারি দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান।
এ বিষয়ে বুধবার (৪ঠা মে) রাত ৯ ঘটিকার পর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি জরুরি বিজ্ঞপ্তি শিরোনামে পোস্ট করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদ উপলক্ষে গাড়ি নিয়ে গান বাজনা সহ যদি কোন গাড়ি জকিগঞ্জের ৯ নং মানিকপুর এরিয়ায় ভিতরে পাওয়া যায় তাহলে আটক করা হবে এবং জরিমানা করা হবে আইনানুগ ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ৯নং মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান বলেন, জকিগঞ্জে ধর্মপ্রাণ মানুষের বসবাস। এ অঞ্চল আলেম-ওলামা ও পীর-মাশায়েখ অধ্যুষিত। এখানে কোন ধরণের অনৈসলামিক কার্যক্রম বরদাশত করা হবেনা। আমি এসবের বিরুদ্ধে সোচ্চার থাকবো। এ ক্ষেত্রে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এদিকে একজন চেয়ারম্যানের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা মনে করেন, কতিপয় লোক যেভাবে ঈদ আনন্দের নামে গাড়ি দিয়ে গান-বাজনা শুরু করেছিল তা কোনভাবেই বরদাশত করার নয়। তাই চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান যে সিদ্ধান্ত নিয়েছেন তা সময়ের দাবী। এমন সিদ্ধান্ত না নিলে যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তারা চেয়ারম্যানের এমন সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply