দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্প্রীতি ও শান্তি সমাবেশ করেছে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
শনিবার (২৩ অক্টোবর) বিকেলে স্থানীয় বাবুর বাজারস্থ ক্যাডেট কেয়ার স্কুলে সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আসাদ উদ্দিন-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ক্যাডেট কেয়ার স্কুলের প্রিন্সিপাল নোমানুর রশিদ, তুতিউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, ওয়ার্ড আওয়ামী লীগের মাস্টার লুৎফুর রহমান খাঁন, আনন্দ বিশ্বাস, ইউপি সদস্য আব্দুল খালিক, আব্দুশ শহীদ ও মস্তাক আহমদ প্রমুখ।
সমাবেশ শেষে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার স্থানীয় বাবুর বাজারের রাস্তা সম্প্রসারণ, ড্রেন নির্মাণ ও গলি উন্নয়নে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।
Leave a Reply