জকিগঞ্জ থানার এক সময়ের চৌকস অফিসার ইনচার্জ মোঃ ইউনুছ মিয়া সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হিসেবে পুরস্কৃত হয়েছেন।মৌলভীবাজার কোর্টে কর্মরত ইন্সপেক্টর মো. ইউনুছ মিয়া মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে আইনশৃঙ্খলা কমিটির এক বৈঠকে শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টরের সম্মাননাপত্র ও অর্থ হস্তান্তর করেন ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-(বার), পিপিএম-সেবা।
এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।মৌলভীবাজার কোর্ট ইন্সপেক্টর মোঃ ইউনুছ মিয়া তার প্রতিক্রিয়ায় বলেন, ‘পুলিশ পরিদর্শক হিসাবে সম্মাননাপত্র ও অর্থ পুরস্কার পেয়ে আমি আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সকল থানা ও ডিবির অফিসার ইনচার্জদের ও কোর্টের সকল অফিসার এবং ফোর্সদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
Leave a Reply