আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জ উপজেলার ৮৫টি পুজামণ্ডপের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ পৌরসভার সোনার বাংলা কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস-এর পরিচালনায় সভার শুরুতে গীতা পাঠ করেন জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি হিরালাল বিশ্বাস।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে দুর্গাপূজার আগে এমন মতবিনিময় সভা করতে পেরে আমি অনেক আনন্দিত। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন-বাংলাদেশে কোনো বৈষম্য নয়, সবাইকে মিলেমিশে একসঙ্গে থাকতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি বদরুল হক বাদল, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি।
বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শুভ্র কান্তি দাস চন্দন, জতিম চন্দ্র পাল, জকিগঞ্জ পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন রায়, কাজলসার ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি রাধা রঞ্জন বিশ্বাস, সুলতানপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অনুপম বিশ্বাস, মুক্তিযোদ্ধা বাবুল রঞ্জন নাথ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, প্রচার সম্পাদক কেএম মামুন ও সাংবাদিক আহসান হাবীব লায়েক প্রমূখ।
এছাড়া মতবিনিময় সভায় জকিগঞ্জ উপজেলার ৮৫ টি পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ, জকিগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন।
সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, দুর্গাপূজার ঠিক আগে এমন আয়োজন ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এজন্য তারা জাকির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply