বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগের মামলায় সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সওদাগর সেলিম (৪৫) কে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ২টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেলিম আহমদ উরফে সওদাগর সেলিম জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের বাসিন্দা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে সওদাগর সেলিমের নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
Leave a Reply