1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার দাবী করলেন মামুনুর রশীদ চৌধুরী ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা জকিগঞ্জ ও কানাইঘাটে সাড়া জাগিয়েছে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার সেলিম আটক জকিগঞ্জে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের মাধ্যমিক পর্যায়ের মেধাবৃত্তি পরীক্ষায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহণ জকিগঞ্জে আওয়ামী লীগ নেতা সওদাগর সেলিম গ্রেফতার জকিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন জকিগঞ্জে ‘সফল জননী’ হিসেবে জয়িতা সম্মাননা পেয়েছেন হাছনা খানম জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্না’র মতবিনিময় জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন শাহবাগ জামিয়া’র মুহতামীম মাওলানা আব্দুল হাফিজ

জকিগঞ্জে আল্লামা বালাউটি ছাহেব (রহ.) এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১৩৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রখ্যাত বুযুর্গ শাহ-সূফী আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (র.)-এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল গত ২৫ ডিসেম্বর শনিবার সিলেটের জকিগঞ্জ উপজেলাস্থ বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। প্রিয় বুযুর্গের দরজা বুলন্দের জন্য আল্লাহর দরবারে কয়েক হাজার ভক্ত মুরিদীন-মুহিব্বীনের মোনাজাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় শাহ-সূফী আল্লামা বালাউটি ছাহেব (র.)-এর মাজার প্রাঙ্গণ। মাহফিলকে কেন্দ্র করে অনেকেই পূর্বের দিন থেকে একত্র হতে থাকেন। আল্লামা বালাউটি ছাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব, জিকির-আযকার পরিচালনা ও আখেরী মোনাজাত করেন হযরত মাওলানা মুফতি উবায়দুর রহমান বড় ছাহেবজাদায়ে বালাউটি। খতমে বুখারী শরীফ, খতমে কুরআন, খতমে দালাইলুল খাইরাত, খতমে খাজেগান, মিলাদ-কিয়াম সম্পন্ন হয় মাহফিল উপলক্ষে। সকাল ৯ টা থেকে চলে আনুষ্ঠানিক কার্যক্রম। পীর-মাশায়িখ, উলামায়ে কেরামগণের ধারাবাহিক বক্তব্য প্রদান পরদিন ফজর পর্যন্ত অব্যাহত থাকে। সার্বিক শৃঙ্খলায় নিয়োজিত ছিলেন কয়েকশ স্বেচ্ছাসেবী। শাহ-সূফী আল্লামা বালাউটি ছাহেব (র.) এর বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে বাদ এশা ‘বালাউট দারুল কোরআন মাদরাসা’র হিফজ সম্পন্নকারীদের মধ্যে পাগড়ী প্রদান শেষে বক্তব্য দেন মাওলানা মো. হাবিবুর রহমান ছাহেবজাদায়ে বালাউটি।
মাওলানা ডা.শাহ মো. ছাফিউর রহমান বালাউটি,  মাওলানা মোহাম্মদ ইউনুস আহমদ মহব্বতপুরী ও মাওলানা আজির উদ্দিন বরমচালীর সঞ্চালনায় মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী, মৌকারা দরবার শরীফ’র পীর ছাহেব আমিরুস সালিকিন মাওলানা নেছার উদ্দীন ওয়ালী উল্লাহি, ফান্দাউক দরবার শরীফ’র পীর ছাহেব মাওলানা সাইয়্যিদ মঈনুদ্দিন আল হুসাইনি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আল কুরআন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু বকর আশরাফী, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মকসুদূর রহমান, মাওলানা মুফতি আবু নছর জিহাদী, সোনাকান্দা দরবার শরীফের পীরজাদা মাওলানা হুসাইন আহমদ, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী, বুরাইয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ডগাইর ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা কবি নুরুল আমিন আমজাদী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুফাসসির ড. মাওলানা মোফাজ্জল হোসেন, বাংলাদেশ বেতারের ভাষ্যকার মাওলানা মুফতি মনজুর হোসাইন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, রাখালগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, মিয়ারবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির খান, ইছামতি কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা কাজী আব্দুর রহমান চান্দগ্রামী, মাওলানা সদরুল আমিন জগন্নাতপুরী এবং রতনগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী প্রমুখ।
বক্তাগণ বলেন, আলিম সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব শাহ-সূফী আল্লামা বালাউটি ছাহেব (রহ.) অনুপম নৈপূন্যে বহুমুখী খিদমতে নজির স্থাপনকারী মনীষা ছিলেন। সমাজের সর্বস্তরের মানুষের জন্য তাঁর নিরলস খিদমত দেখে অভিভূত হতে হয়। শরীয়ত, মারিফত,  তরিকত ও দ্বীনের সর্বক্ষেত্রে যেকোনো প্রয়োজনে তিনি সাহসিকতার সাথে কর্মতৎপরতা চালিয়ে গেছেন। জীবনব্যাপী রাসুল (সা.)-এর মহত্তম আদর্শ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদা প্রতিষ্ঠার মিশন চালিয়ে গেছেন। এমন আদর্শ মনীষা ক্ষণজন্মা হয়ে থাকেন। তাঁর আদর্শের অনুসারী হিসেবে জীবন পরিচালিত করলে ইহকাল ও পরকাল সাফল্যমণ্ডিত হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দরগায়ে হযরত শাহজালাল (র.)-এর মুতাওয়াল্লি সরে-ক্বওম ফতেহ উল্লাহ আল আমান, বালাউট দারুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মোঃ মাহবুবুর রহমান বালাউটি, মাওলানা খলিলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিংগাইড়কুড়ি, সিলেট সিটি’র ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম,
জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খয়ের চৌধুরী, চান্দগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমদ চৌধুরী, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয আব্দুল গনী, মানিককোনা সুন্নিয়া দাখিল মাদরাসা’র সুপার মাওলানা আব্দুশ শাকুর, জালালপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক শামছুল হক বিন আপ্তাব, হাফিজ নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা মাশুকুর রহমান বালাউটি, হাফিজ মাওলানা মোহাম্মদ ওলিউর রহমান বালাউটি, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা ফরিদ আহমদ, মাওলানা নুরুল ইসলাম দরিয়াবাদী, মাওলানা শফিকুর রহমান মনসুরপুরী, কবি মাওলানা মাহবুবুর রহীম, মাওলানা জমির উদ্দিন ও হাফিজ মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। মাহফিলে হামদ, নাত ও মর্সিয়া পরিবেশন করেন- কলরব’র গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী আহমদ আবদুল্লাহ, সবুজ কুঁড়ি’র পরিচালক মাওলানা সুলতান আহমদ, মামুনুর রশীদ, রিসালা’র পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল, মারজান মোহাম্মদ রুহী, ইন্তেজার’র আহমদুল হক, তাওহিদুল ইসলাম শ্রাবণ, ইমন আহমদ ও শাহ মোনতাকা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট