জকিগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাসুদুর রহমান। তিনি প্রশাসন ক্যাডারের ৩৭তম বিসিএসের একজন কর্মকর্তা। গত বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তিনি জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মির্জাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দেশের বাড়ি রাজবাড়ি জেলায়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান সিলেটের সীমান্তবর্তী এ উপজেলায় দায়িত্ব পালনকালে সর্ব মহলের সহযোগিতা কামনা করেন। তিনি জকিগঞ্জ উপজেলাকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ উপজেলা গড়তে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে দৃড় প্রত্যায় ব্যক্ত করেন।
Leave a Reply