ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১জুলাই) বিকেলে জকিগঞ্জ শহরস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদীর পরিচালনায় সভায় সংগঠনের সিলেট জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম কেন্দ্রীয় সার্কুলার পেশ করেন এবং তা বাস্তবায়নে উপস্থিত সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
এ সময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে জকিগঞ্জ উপজেলার সকল ওয়ার্ড শাখা পূণর্গঠন করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে মজবুত করতে হবে।
সভায় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান চৌধুরী, উপজেলা সহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল খালিক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইজ্জাদ, সহ দপ্তর সম্পাদক মাওলানা জামিল আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, উপজেলা সদস্য হাফিজ মাওঃ ইউসুফ আলী, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা বদরুল হক, হুসাইন আহমদ ও জুবায়ের আহমদ প্রমূখ।
Leave a Reply