ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ দলীয় কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা উসামা বিন আশরাফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মাওলানা মাআজ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম ও মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ সেশনের জন্য আব্দুস ছামাদকে সভাপতি ও হাফিজ ফয়ছল আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন- সহ সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ ছালেহ আহমদ, অর্থ সম্পাদক হাফিজ খুরশেদ আলম, দপ্তর সম্পাদক হাফিজ আমিনুর রশিদ, প্রকাশনা সম্পাদক কামিল আহমদ ও প্রচার সম্পাদক মাছুম আহমদ তাপাদার।
Leave a Reply