জকিগঞ্জে উপজেলা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, বারহাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, খলাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাসান আহমদ, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ছারওয়ার জাহান, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিঠুন, জকিগঞ্জ খবরের সম্পাদক আহসান হাবীব লায়েক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি জয়নুল ইসলাম, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেন ও জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অবক্ষয় রোধ এবং মাদক ও জুয়া নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের গুরুত্বারোপ করা হয়।
Leave a Reply