জকিগঞ্জে মুসলিম যুব সমাজ আয়োজিত ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা ও খতমে নবুওয়াত বিষয়ক একটি ওয়াজ মাহফিলকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী সোমবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর জকিগঞ্জ টাউন ঈদগাহ ময়দানে মাহফিলটি হওয়ার কথা থাকলেও প্রশাসন এ মাহফিলের অনুমতি দেয়নি। এলাকায় আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে মাহফিলের অনুমতি প্রদান করা যায়নি বলে রোববার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান একপত্রে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর থেকে কঠোর অবস্থান গ্রহণ করে জকিগঞ্জ থানা পুলিশ। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জকিগঞ্জ শহরে শক্ত অবস্থান নিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, মুসলিম যুব সমাজ, জকিগঞ্জের ব্যানারে ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা ও খতমে নবুওয়াত বিষয়ক ওয়াজ মাহফিলের একটি পোস্টার নিয়ে বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলে আসছে। আয়োজকরা এই মাহফিল খুবই গুরুত্বপূর্ণ ও সময়ের দাবী বলে উল্লেখ করলেও বিরোধীতাকারীদের মতে, এ মাহফিলের আয়োজকরা ফ্যাসিবাদের দোসর ও পতিত স্বৈরাচারের প্রেতাত্মা। ওরা বিগত ১৬ বছর আওয়ামী লীগের হয়ে ওয়াজ মাহফিলের নামে গীবত মাহফিল করেছে। ফলে দেশপ্রেমিক তৌহিদি জনতা, জকিগঞ্জ-এর ব্যানারে মাহফিলকে প্রতিহত করতে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘোষনা দেয় অন্য পক্ষ। তারা এনিয়ে জকিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেও প্রতিহতের ঘোষনা দেয়। অপরদিকে যে কোন মূল্যে এ মাহফিল সফল করতে মুসলিম যুব সমাজ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠ ও আশপাশ এলাকায় কঠোর অবস্থান নেয় পুলিশ।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এই মাহফিলের অনুমতি না থাকায় যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ এমন কঠোর অবস্থান গ্রহণ করেছে।
Leave a Reply