1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জের দরগাবাহারপুর হুফ্ফাজুল কুরআন ঐক্য পরিষদের ঈদ পুণর্মিলনী সম্পন্ন জকিগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক জকিগঞ্জের খলাছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন জকিগঞ্জে নোহা গাড়ি’র ধাক্কায় মিশুক রিকশা উল্টে চালক নিহত জকিগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জকিগঞ্জের মাহবুব চৌধুরী জকিগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ ১জন আটক জকিগঞ্জে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত জকিগঞ্জে ইতিকাফ পালনরত অবস্থায় স্কুল শিক্ষককের মৃত্যু জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের কমিটি পুনর্গঠন

জকিগঞ্জে এক ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব আহমদ-কে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়ে সিলেটের ডিসি বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
জকিগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত ভাখরশাল গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস শহীদ রোববার (১৬ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসক বরাবর এ আবেদন করেন। এর আগে তিনি একইভাবে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছিলেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, বিগত ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান আফতাব আহমদ নৌকা প্রতীক নিয়ে বিএনপি নেতা হাসান আহমদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৮টি ভোটে পরাজিত হয়েও ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে কারচুপির মাধ্যমে বিজয়ী হন। গত বছরের ৪ আগস্ট চেয়ারম্যান আফতাব আহমদ জকিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে সরাসরি জড়িত ছিলেন। সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে চেয়ারম্যান আফতাব আহমদের ভূমিকা বিভিন্ন ফেসবুক লাইভ ও ভিডিও ফুটেজ রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে ইউনিয়ন কার্যালয় সহ জকিগঞ্জের কোথাও দেখা যায়নি। দীর্ঘ এই সময়ের মধ্যে আবেদনকারী সহ ইউনিয়নের অনেক নাগরিক প্রয়োজনীয় বিভিন্ন কাগজে চেয়ারম্যানের স্বাক্ষর নিতে গিয়ে সীমাহীন কষ্ট করতে হচ্ছে। বিভিন্নভাবে চেয়ারম্যানের জাল স্বাক্ষর দিয়ে জনগণের সাথে প্রতারণা করার বেশ অভিযোগ রয়েছে। এহেন পরিস্থিতিতে এই ইউনিয়নের জনগণের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিগত ৫ আগস্টের পর থেকে আজ অবধি চেয়ারম্যান আফতাব আহমদ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা কিংবা আইন শৃঙ্খলা সভায় উপস্থিত হতে দেখা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় তিনি আসামী হওয়ায় বর্তমানে পলাতক রয়েছেন।
আবেদনে তিনি আরও উল্লেখ করেন, আইনের বিধান অনুযায়ী তিন মাসের অধিককাল কোন চেয়ারম্যান উপজেলা পরিষদের সভায় এবং কোন ইউপি সদস্য ইউনিয়ন পরিষদের সভায় অনুপস্থিত থাকলে পদ বিলুপ্তির সিদ্ধান্ত নেয়া যায়। তাই এই ইউনিয়নের নাগরিক অধিকার প্রাপ্তির জন্য চেয়ারম্যান আফতাব আহমদকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেয়ার জোর দাবি জানাচ্ছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদকে তাঁর ব্যবহৃত ০১৭১৫৭৪৭২৪৮ নাম্বারে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক মুহাম্মদ শের মাহবুব মুরাদ-এর অফিসিয়াল নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট