জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ ১জনকে আটক করেছে। আটককৃত সোহেল আহমদ (৩০) সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানাধীন শান্তিবাগ গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।
বুধবার (২৬ মার্চ) ভোরে সিলেট-জকিগঞ্জ সড়কের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের অন্তর্গত আটগ্রাম মাদাননগর মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে সিলেটগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। ওইদিন তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক নাজমুল হাসান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
Leave a Reply