জকিগঞ্জে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঐক্যবদ্ধ শোকসভা ও দোয়া মাহফিল করেছে জকিগঞ্জ উপজেলা/পৌরসভা বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠন। আর এ শোকসভায় দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সিলেট-৫ আসনে জমিয়ত মনোনীত ও বিএনপি সমর্থিত এমপি প্রার্থী শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
সোমবার (১২ জানুয়ারী) বিকেলে জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান।
সিলেট জেলা বিএনপির সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি’র যৌথ উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব ফয়ছল, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি, জেলা কৃষকদলের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
সভায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ ও কানাইঘাট পৌর বিএনপির সভাপতি বুলবুল আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও শোকসভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির কর্মীসভা হচ্ছে শোনে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস সরেজমিন এসে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠেন। খবর পেয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান সরেজমিন আসলে প্রথম দিকে পরিস্থিতি কিছুটা উত্তেজিত থাকলেও পরে আয়োজকদের পক্ষ থেকে শোকসভার কথা বলে সভা করা হয়।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বলেন-হালকা একটা কথাকাটাকাটি হয়েছে। তেমন কোন ঝামেলা হয়নি। আমরা সভা শেষ করে এসেছি।
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বলেন- এখানে তেমন কোন ঝামেলা হয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকসভায় প্রশাসন বাঁধা দিতে চাইলে আমরা তাদের বুঝিয়ে বলেছি।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস সরেজমিন সভার অনুমতি বিষয়টি জানতে চাইলে কিছুটা বিশৃংখলা সৃষ্টি হয়। পরে আমি সেখানে গিয়ে সাবেক প্রধানমন্ত্রীর শোকসভার কথা শোনে দ্রুত শেষ করার কথা বলে চলে এসেছি।
Leave a Reply