সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার অভিযোগে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ স্বাক্ষরিত পত্রে মাওলানা আফতাব আহমদকে অপসারণ করা হয়।
একই পত্রে ওই চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা সমাজসেবা অফিসার, জকিগঞ্জ, সিলেট-কে আর্থিক ও প্রশাসনিক দ্বায়িত্ব নেয়ার আদেশ প্রদান করা হয়।
অপসারিত চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী ছিলেন জকিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক হাসান আহমদ। তিনি চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ২ হাজার ৯৭৮টি ভোট পেয়েছিলেন। তবে নির্বাচনের পর থেকেই এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষকদল নেতা হাসান আহমদ। ভোট কারচুপির অভিযোগে আদালতে মামলাও করেছিলেন তিনি। দীর্ঘ ৩ বছর পর ২০২৪ সালের ১লা ডিসেম্বর দুই দফা ভোট গণনার পর আদালত হাসান আহমদকে ৭৮ ভোটে নির্বাচিত করেছিল বলেও জানা গেছে। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে বলেও সূত্র জানায়।
জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পরিষদে অনুপস্থিত থাকার বিষয়টি উল্লেখ করে গত ১৬ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন স্থানীয় ভাখরশাল গ্রামের বাসিন্দা বিএনপি নেতা মোঃ আব্দুস শহীদ। এর দুইমাস পর গত ১০ এপ্রিল সিলেট জেলা প্রশাসক তাকে অপসারণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ বলেন, আমার উপর মামলা থাকায় ডেবিল হান্ট চলাকালনীন কিছুদিন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকলেও যাবতীয় কাগজপত্রে স্বাক্ষর করেছি। বর্তমানে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বাড়িতে থাকলেও আমাকে অপসারণ করা হয়েছে।
আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব গ্রহণের বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস বলেন, ডিসি স্যারের নির্দেশে আমি ইউনিয়ন পরিষদের কার্যক্রম সচল রাখতে মঙ্গলবার পরিষদে গিয়ে অফিস করেছি।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদে অনুপস্থিতি ও জনগণের সেবা ব্যাহত হওয়ার অভিযোগে জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে।
Leave a Reply