পবিত্র মাহে রমজান উপলক্ষে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ শহরের মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ আব্দুল মুছাব্বির-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদার-এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাষ্টার নামওয়ারুল ইসলাম, মাষ্টার আমান উদ্দিন, মাওলানা সালেহ আহমদ, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, হাফিজ আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আবু হানিফ, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোঃ সেলিম, মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, প্রচার সম্পাদক রহমত আলী হেলালী ও সহ প্রচার সম্পাদক জাকির হোসেন-সহ উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বশীল ও নির্বাহী সদস্যবৃন্দ।
সভায় আগামী ২২ মার্চ (২১ রমজান) জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে ইফতার মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়। উক্ত ইফতার মাহফিলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আলী হাসান উসামা সহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা খেলাফত মজলিস নেতা প্রবীণ আলেম মাওলানা সালেহ আহমদ।
Leave a Reply