বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়বে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন বলেছেন, গত ৫ আগস্টের পরে আমরা যে সুন্দর সুযোগ পেয়েছি তা বিগত ১৬ বছরে পাইনি। সে কারণে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
তিনি বলেন, যে ঐক্য, সংহতি ও উদাহরণ নিয়ে ৫ আগস্ট বিপ্লব হয়েছে এবং দেশ নতুন করে আমরা স্বাধীন করেছি। আমরা সকল ত্যাগের বিনিময়ে, আমাদের সকল স্বার্থকে বিলীন করে দিয়ে হলেও এই ঐক্য, সংহতি এবং দেশ এবং জাতির উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, দেশ এবং জাতির মুক্তির জন্য যেন ঐক্যবদ্ধ হতে পারি। আমরা দেশ, জাতি ও ইসলামের স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দিতে হবে।
তিনি সোমবার (১৭ মার্চ) বিকেলে জকিগঞ্জ শহরের ডাক বাংলো প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সারওয়ার হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার শাখার সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন খাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, বারহাল ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি জামায়াত নেতা মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জামিল আহমদ ও ছাত্র শিবির জকিগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি নাদির আহমদ আফজল।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক বদরুল হক বাদল, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, গণঅধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হুদা লস্কর ও জকিগঞ্জ উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাওলানা জুবায়ের আহমদ প্রমূখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার নায়বে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক।
Leave a Reply