জকিগঞ্জের বারহালে দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থীর খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই পরিবারের খোঁজখবর নিতে ও সহমর্মিতা জানাতে বারহালে যান আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা পরিবারের হাতে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও কিছু ফলমূল তুলে দেন।
এ সময় বিএনপি নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব বিষয়ে অবগত আছেন। তিনি দেশের মানুষের খোঁজখবর রাখছেন এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় পাঁশে আছেন।
অনেক দিন পার হয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতারা এবং দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
Leave a Reply