জকিগঞ্জে একটি বাড়িতে চুরির ঘটনায় দায়ের করা মামলায় মালামালসহ বেলাল আহমদ শাহীন (৪০) নামের এক চোরকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে জকিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে নিয়াগুল গ্রামের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া মালামালের মধ্যে প্রায় এক লক্ষ টাকা মূল্যের একটি হাইকো ফ্রিজ উদ্ধার করে পুলিশ।
আটক বেলাল আহমদ শাহীন জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে।
জানা যায়, গত ১১ আগস্ট দিবাগত রাতে উপজেলার সালেহপুর গ্রামের দুবাই প্রবাসী শিব্বির আহমদের বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরের ভিতর ঢুকে পানির মোটর, ফ্রিজ, সৌর বিদ্যুতের ব্যাটারি, টিভি, সিলিং ফ্যান ও টিউবওয়েলসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সালেহপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে সিলেট নগরীর মেজরটিলা এলাকায় বসবাসরত প্রবাসী শিব্বির আহমদের স্ত্রী মোছাঃ নজমুন নাহার। মামলার সুত্রধরে জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সজীব গোপন তথ্যের ভিত্তিতে থাকে আটক করেন। এ সময় চোরাইকৃত ফ্রিজ ছাড়াও চুরি কাজে ব্যবহৃত তালা ভাঙার একটি লোহার ছেনি, একটি প্লাস ও একটি স্টিলের ছুরি জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
তিনি বলেন, বাদীর মামলার প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ বেলাল আহমদ শাহীন নামের একজনকে চুরির মালামালসহ আটক করে। আটক শাহীন চুরির সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি পুলিশের নিকট স্বীকার করেছে। চুরির সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply