1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা

জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল

আহমদুল হক চৌধুরী বেলাল
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের বাটইশাইল গ্রামের মাটির রাস্তার উপর নির্মিত একটি কালভার্ট এলাকাবাসীর ভাগ্য বদলে দিয়েছে। সেই সঙ্গে দুই পারের কয়েকটি পরিবারের মানুষের গ্রামীণ জনপদে যোগাযোগের দারুণ এক ব্যবস্থা সূচিত হয়েছে। একটি কালভার্টের অভাবে বছরের পর বছর মানুষের যাতায়াত ছিল ঝুঁকিপূর্ণ ও কষ্টকর। স্কুল, মাদ্রাসা ও মসজিদে যেতে পারতেনা অনেক শিক্ষার্থী। বাঁশের অস্থায়ী সাকো দিয়ে চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হতেন অনেক শিশু ও বয়স্ক মানুষ।
স্থানীয় আব্দুল খালিক ও বাবুল আহমদ গংদের বাড়ির মানুষের এই নীরব কষ্ট চোঁখ এড়ায়নি মানবতার পাঁশে থাকা চৌধুরী এন্ড লস্কর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবের লস্করের। মানুষের দুঃখ লাঘব করাই যার লক্ষ্য, তিনি নিজ উদ্যোগে এগিয়ে এসে এই কালভার্ট নির্মাণের ব্যবস্থা করেন। শুধু কালভার্টই নয়, ট্রাস্টের পক্ষ থেকে রাস্তার মাটি ভরাট করেও চলাচল উপযোগী করে দেওয়া হয়।
বুধবার (২১ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে কালভার্টটির শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব জুবের লস্কর, ট্রাস্টের এম্বাসেডর তোফায়েল আহমদ চৌধুরী, শুভাকাঙ্ক্ষী কামরুল হুদা চৌধুরী শামিম, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান, এটিএম নাসির, তাহসিন আহমদ চৌধুরী ও রায়হান আহমদ প্রমূখ।
এদিকে দীর্ঘদিনের কষ্ট দূর হওয়ায় এলাকার মানুষ হৃদয়ভরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট ও এর চেয়ারম্যান জুবের লস্করের প্রতি।
জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট বারহাল ইউনিয়নসহ জকিগঞ্জ উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা করে নিয়েছে। দুর্যোগকালীন সহায়তা, মসজিদ ও মাদ্রাসায় অনুদান, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে নগদ সহায়তা, অসহায়দের ঘর নির্মাণ, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ এবং অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তার মাধ্যমে ট্রাস্টটি নিয়মিত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার মুখে হাসি ফোটানোর এই প্রয়াস সত্যিই অনুকরণীয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট