ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় ও ২৪ এর গণঅভ্যূত্থানের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি কাজী মনসুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রশীদ হানাফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক শাকির আহমদ ও সাংগঠনিক সম্পাদক জাকির বিন কাদির সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই আন্দোলন দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার আদায়ের এক সাহসী সাক্ষ্য। ছাত্র সমাজকে এই আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষিত ও সচেতন তরুণদের ভূমিকাই হবে প্রধান নিয়ামক।
বক্তারা ছাত্র জমিয়তের সদস্যদের দক্ষ ও বলিষ্ঠ হওয়ার আহবান জানিয়ে বলেন, দক্ষ ও পরিশ্রমীদের মূল্য সবখানেই সমান। তাই সবাইকে সেভাবে গঠিত হতে হবে।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা রশিদ হানাফী।
Leave a Reply