বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় মজলিস কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী এ শিক্ষা সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা মঞ্জুরুল ইসলাম।
জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখা ছাত্র মজলিসের সভাপতি মিনহাজুল হক রিফাত-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জামিল আহমদ (রশিদী)-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি, মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস ও ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার বায়তুলমাল সম্পাদক উসামা আহমেদ সহ খেলাফত মজলিস ও ছাত্র মজলিস নেতৃবৃন্দ।
Leave a Reply