বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলার অন্তর্গত জকিগঞ্জ উপজেলা পশ্চিম ও পূর্ব শাখার যৌথ উদ্যোগ দিনব্যাপী এক কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ শিক্ষাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সভাপতি ফজলুল করিমের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সভাপতি মিনহাজুল হক রিফাতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল ।
সভার শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সিলেট জেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার সভাপতি সালমান আহমদ, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার বায়তুলমাল সম্পাদক এ এম উসামা আহমেদ ,জকিগঞ্জ উপজেলা (পশ্চিম) শাখার সেক্রেটারি মারুফ আহমদ।
কর্মী শিক্ষাসভায় বক্তারা বলেন, জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও ইসলামী সমাজ বিপ্লবের প্রতিশ্রুত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ১৯৯০ সালের ৫ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে। আজ সারাদেশের উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়, কলেজ, আলীয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসায় সংগঠন প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ছাত্র মজলিস। স্বল্প সময়ে ত্রি-ধারায় বিভক্ত জাতীয় শিক্ষা ব্যবস্থার ছাত্রদের একটি ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে জাতির আশার সঞ্চার করতে সক্ষম হয় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। বিশ্বজাহানের সুমহান প্রতিপালকের ইচ্ছায় দেশের সন্ত্রাসমুক্ত বৃহৎ এই ছাত্র সংগঠনটি তার বন্ধুর পথচলা আজও অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও আন্দোলন এই চারটি বিষয়কে সামনে রেখে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। ছাত্র মজলিস কুরআন ও সুন্নাহর ভিত্তিতে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি, সমাজব্যবস্থার সার্বিক পরিবর্তনের মাধ্যমে ইহকালীন কল্যাণ লাভ এবং এই প্রচেষ্টার ফলশ্রুতিতে আল্লাহর সন্তোষ ও পরকালীন মুক্তি অর্জন করত চায়।
Leave a Reply