আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ মার্কার সমর্থনে জকিগঞ্জ উপজেলার নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষে জমিয়তের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলার কালিগঞ্জ জামিয়া জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি শায়খ মাওলানা জাওয়াদুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা ইউসুফ খাদিমানী ও মুফতী মাসউদ আহমদের পরিচালনায় এ সভায় জকিগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মী এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে গঠনমূলক আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা বিলাল আহমদ ইমরান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মাওলানা রায়হান উদ্দিন।
সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ জাওয়াদুর রহমান।
Leave a Reply