“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এ স্লোগানে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে সিলেটের জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জকিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির ব্যবস্থাপনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে জকিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক শ্যামকান্ত সিনহা’র সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জি.আর.ও. বাসুদেব-এর উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ তাজুল ইসলাম ও গীতাপাঠ করেন সঞ্জিব চক্রবর্তী পান্না।
জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বেঞ্চ সহকারী মোঃ তাজুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যে সূচিত-এ সভায় আলোচনায় অংশ নেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম.ফয়সাল, সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোঃ আব্দুল আহাদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট কাওছার রশীদ বাহার, জকিগঞ্জ লিগ্যাল এইড কমিটির প্যাঁনেলভূক্ত আইনজীবী এডভোকেট ফজলুল হক, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারুফ বখতিয়ার চৌধুরী খুররম, ৪নং খলাছড়া ইউনিয়ন পরিষদ-এর সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক ও লিগ্যাল এইড থেকে সেবা প্রার্থী রওশনারা বেগম প্রমূখ।
এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য/সদস্যা, উপজেলা পরিষদ-এর কর্মকর্তা/কর্মচারী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠিকে বিনা খরচে জকিগঞ্জ লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করার বিষয়টি প্রত্যেক গ্ৰামে প্রচার-প্রচারণা করে সকলকে অবহিত করতে হবে। জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিগনের সমন্বয়ে সাধারণ জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে এ বিষয়ে সচেতন করতে হবে। এভাবে আইনি সহায়তা পৌঁছে দিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।
Leave a Reply