উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী (রহ.)-এর জানাজার নামাজে আগত মুসল্লিদের শৃঙ্খলা রক্ষায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না’র গাফিলতি ও অনাকাঙ্খিত কথা বার্তাকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার বিষয়টি নিরসন হয়েছে।
বুধবার (৮ জানুয়ারী) রাতে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসানের মধ্যস্থতায় এবং মুফতি ছাহেবের হুজরায় বিষয়টির সুরাহা হয়েছে বলে জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল জানিয়েছেন।
তিনি জানান, ওসি সাহেব অনাকাঙ্খিত আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন এবং আগামীদিনে সুন্দরভাবে চলার জন্য একে অন্যের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদার, জকিগঞ্জ প্রেসক্লাবের অফিস ও প্রচার সম্পাদক কেএম মামুন ও ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক শামসুদ্দিন সুমন ও উপপুলিশ পরিদর্শক ওমর ফারুক প্রমূখ।
বিষয়টি’র সত্যতা স্বীকার করে খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদার ও সাংবাদিক কেএম মামুন বলেন, বিষয়টি যেহেতু সম্মানজনকভাবে নিরসন হয়েছে, সেহেতু এ নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আর কোন লেখালেখি না করাই ভালো। তাঁরা এ বিষয়ে আর কোন লেখালেখি না করার জন্য সকল মহলের প্রতি অনুরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ সংবাদকে বলেন, আমাদের মাঝে সৃষ্ট ভূলবোঝাবুঝি’র অবসান হয়েছে। আগামী দিনে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply