জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা গ্রামের দারুল আজকার মাদ্রাসার পাঁশে সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহতের সংবাদ পাওয়া গেছে। মর্মান্তিক এ দূর্ঘটনায় নিহতরা হলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে শাহজাহান ইমন (২৪) ও মানিকপুর ইউনিয়নের বাল্লা দেওয়ানেরচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয়রা জানান, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। তবে ট্রাকটি আটক করা যায়নি।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক ট্রাক জব্দ ও চালক আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Leave a Reply