জকিগঞ্জে ডেবিল হান্ট অভিযানে আটক রুহুল আমিন ফলিক নামের যুবলীগের এক নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটা দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং বারহাল ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে কচুয়া গ্রামের আখি মিয়ার ছেলে রুহুল আমিন ফলিক (২২) কে আটক করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রুহুল আমিন ফলিক বৈষম্যেবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ডেবিল হান্ট অভিযান চালিয়ে এজাহারনামীয় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ ম্যজিস্ট্রেট জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply