জকিগঞ্জে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) বাদ জোহর জকিগঞ্জ উপজেলার সোনাসার বাসস্টেশন থেকে সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে মিছিলটি শুরু হয়ে পুরো এলাকা প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
সোনাসার বাসস্টেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও ইমাম মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন পাঁচগ্রাম দারুসসুন্নাহ মাদরাসার মুহতামিম রাজনীতিবিদ মাওলানা জয়নুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল হামিদ জালাল, সোনসার বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজ।
সমাবেশ শেষে মজলুম ফিলিস্তিনবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন বারঠাকুরী শিতালংঙ্গীয়া মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুছ ছালাম।
Leave a Reply