1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে দিনব্যাপী সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জকিগঞ্জে ছাত্র মজলিসের সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত জকিগঞ্জের লক্ষীবাজারে কুরআনের পাখিদের নিয়ে হিলফুল ফুযুল যুব সমাজের প্রতিযোগিতা সম্পন্ন জকিগঞ্জে সক্রিয় হয়ে উঠছে পুলিশ: একজন আটক জকিগঞ্জে খেলাফত মজলিসের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জের মোটর সাইকেল আরোহী যুবক নিহত জকিগঞ্জে ওএমএসের চাল ও আঠা বিতরণে অনিয়মের অভিযোগ স্মরণ সভায় বক্তারা: মাজেদ আহমদ চঞ্চল মানুষের মনের মনিকোঠায় বেঁচে থাকবেন কাল-মহাকাল জকিগঞ্জে খেলাফত মজলিসের শক্তিশালী শাখা গড়ে তুলতে হবে– মাওলানা নেহাল আহমদ বিচারপতি মানিক কানাইঘাটের দনা সীমান্তে বিজিবি’র হাতে আটক

জকিগঞ্জে দিনব্যাপী সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জকিগঞ্জ উপজেলায় দিনব্যাপী সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন সিলেট জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি গ্রামে কুশিয়ারা নদীর ভাঙ্গন পরিদর্শনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু করেন। এরপর জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ তিন নদীর মোহনা, ৬নং সুলতানপুর ইউনিয়নের মজলি মাল্টাবাগান, একই ইউনিয়নের খাদিমান গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান নিবাস পরিদর্শন শেষে জকিগঞ্জ পৌরসভা ও পৌর ডিজিটাল সেন্টার, জকিগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও মোবাইল কোর্টের নথি পর্যালোচনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, জকিগঞ্জ প্রেসক্লাব, জকিগঞ্জ থানা ও জকিগঞ্জ কাস্টমঘাট পরিদর্শন করেন।
এ সময় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এইচপিডি ঠিকাদান ক্যাম্পেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ত্রাণের টিন বিতরণ, মহিলা অধিদপ্তরের সনদ বিতরণ ও কৃষি অফিসের কীট নাশক ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায়
উপজেলার বিভিন্ন দ্প্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা তাসনিম মিতু’র পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী।
প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোঃ আল জুনায়েদ ও অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোঃ আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সিলেট পূর্ব জেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ ও দৈনিক ইনকিলাম প্রতিনিধি জুবায়ের আহমদ প্রমূখ।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মুনতাসিম বিল্লাহ, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ এমদাদুল হক, নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন, সমবায় কর্মকর্তা মোঃ ফখরুদ্দীন, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা আজাদ কাজী, বিআরডিবি (পজিপ) কর্মকর্তা আবুল হোসেন সরকার, ফায়ার সার্ভিসের কবিরুল আলম, যুব উন্নয়নের মোস্তাফিজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের মাহফুজ আলম, ইউআরসি আবুল মাসুদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, জুবায়ের আহমদ, মহিলা অধিদপ্তরের দেলোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারের সিএ আব্দুল ফাত্তাহ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বীর আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মিছবাউর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দীন তাপাদার, পৌর সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান, জমিয়ত নেতা শামসুদ্দীন জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মোস্তফা উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, অফিস ও প্রচার সম্পাদক কেএম মামুন সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং শিক্ষক নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আটগ্রাম ভূমি অফিস ও ১নং বারহাল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট