1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালসহ চার ডাকাত আটক জকিগঞ্জে বৃদ্ধ মাহমুদ আলী খুনের ঘটনায় মামলা: ক্রমেই রহস্য উদঘাটন হচ্ছে জকিগঞ্জে চার মাস ধরে নেই এসিল্যান্ড! দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা ফাহিম আল্ চৌধুরী’র চমক: জকিগঞ্জ-কানাইঘাটবাসীর দরজায় কড়া নাড়ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ফ্রি চক্ষু সেবা সিলেট-৫ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতী ফয়জুল হক জালালাবাদী জকিগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নজর দিন জকিগঞ্জী চাচার খোলা চিঠি- জকিগঞ্জ সংবাদ-এর প্রধান পৃষ্ঠপোষক হলেন ফাহিম আল্ চৌধুরী জকিগঞ্জ মুজাহিদ কমিটির সভাপতি’র স্ত্রীর ইন্তেকালে বিভিন্ন মহলের শোক

জকিগঞ্জে নদী ভাঙন রোধসহ ১৫ দফা দাবীতে ইউএনও বরাবর জনদাবী পরিষদের স্মারকলিপি প্রদান

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার নদী ভাঙন প্রতিরোধ, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ জনগুরুত্বপূর্ণ ১৫টি দাবীতে সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে জনদাবী আদায় পরিষদ, জকিগঞ্জ।

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দীর্ঘ দুই ঘন্টা মতবিনিময় শেষে নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ জকিগঞ্জের কুশিয়ারা নদীর ভাঙা বেড়িবাঁধ মেরামত কাজের অগ্রগতি সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীলদের নিকট জানতে চান এবং সন্তোষজনক জবাব না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে জনদাবী আদায় পরিষদের বেঁধে দেয়া সময়ের মধ্যে ভাঙা ডাইক মেরামত কাজ শুরু করায় সন্তুষ প্রকাশ করেন।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে ভাঙনকৃত বেড়িবাঁধ মেরামত করতে উপস্থিত পানি উন্নয়ন বোর্ড উপসহকারী প্রকৌশলীকে নির্দেশ প্রদান করেন।
জনদাবী আদায় পরিষদ-এর সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান ও সেক্রেটারি সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ-এর ডাকে আয়োজিত এ মতবিনিময় সভায় বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, জমিয়ত, ইসলামী আন্দোলন ও আল-ইসলাহ জেলা, উপজেলা ও পৌর শাখার শীর্ষ নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবূন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সেক্রেটারি মাওলানা আলা উদ্দিন তাপাদার, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল, জকিগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি রহমত আলী হেলালী, যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক কেএম মামুনুর, মাওলানা জমিল আহমদ আসুক, জকিগঞ্জ পৌরসভা ইসলাহ্ সভাপতি কাজী হিফজুর রহমান, উপজেলা আল ইসলাহ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, জেলা কৃষকদল নেতা মুনিম আহমদ, ইউনাইটেড এসোসিয়েশনের সহ সভাপতি কয়েছ আহমদ, জকিগঞ্জ পৌরসভার জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট