সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও জামায়াতে ইসলামী’র যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মোঃ আলী হোসেনের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীর হামলার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউপি’র কালিগঞ্জ বাজারে সিলেট এমসি কলেজ ছাত্রলীগ সহ সভাপতি আহমদ আল জুবের তার সহযোগী আহমদ আল রেদোয়ান ও মেসবাহুল ইসলাম সুহেলকে নিয়ে এ হামলা চালায়।
আহত মোঃ আলী হোসেন জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের কসকনকপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ও বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট জেলার অন্যতম নেতা।
স্থানীয়রা জানান, শনিবার রাতে উপজেলার কালিগঞ্জ বাজারে ৯নং মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা জুবের, রেদওয়ান ও সুহেলের সাথে কথা কাটাকাটির জেরে হামলার শিকার হন আলী হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীর ইবনে সিনা হসপিটালে নিয়ে যান।
এ ঘটনায় জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের নেতাকর্মী সহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তেজিত নেতাকর্মী ও ছাত্র-জনতা শনিবার রাতে জকিগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে ও জকিগঞ্জ থানার প্রধান ফটকে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের দাবী, আলী হোসেনের উপর হামলাকারী সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। তারা ছাত্রলীগের এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
Leave a Reply