জকিগঞ্জে নিজ পিতা পানু পালের মৃত্যু রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন ছেলে উদয় শংকর পাল। এনিয়ে বুধবার (৯ এপ্রিল) রাতে জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পুত্র উদয় শংকর পাল।
জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের উদয় শংকর পাল সংবাদ সম্মেলনে দাবী করেন, তার পিতা পানু পালকে গত ২ এপ্রিল রাত সাড়ে ১২টায় তার জেঠো মৃত শক্তিধর পালের গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার মৃত পিতার মৃত্যুটি রহস্যজনক দাবী করে তিনি বলেন, জমিজমাসহ পিতার সহায় সম্পত্তি আত্মসাৎ করার ঘটনায় আমার পিতা ক্ষোভে দুঃখে আত্মহত্যা করতে পারেন বা কেউ তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে। তার পিতার শার্টের পকেটে এ সংক্রান্ত একটি চিরকুট লেখা পান বলে তিনি দাবী করেন। পিতার মৃত্যুর কারণ সঠিক ভাবে উদঘাটন করার জন্য সংশ্লিষ্টদের নিকট দাবী জানান এবং ময়নাতদন্ত প্রতিবেদ দেখানোর জন্য পুলিশের নিকট অনুরোধ করেন।
Leave a Reply