সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পশ্চিম গোটারগ্রামের মছলুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। মছলুল হকের দুই ছেলে ডুবাই ও এক ছেলে সিঙ্গাপুর রয়েছেন।
ডাকাতরা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা ও উন্নতমানের দু’টি মোবাইল সেটসহ ঘরের মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ডাকাতির বিভিন্ন আলামতসহ গোটারগ্রামের এবাদুর রহমানের ছেলে ফয়সল আহমদ (৩৭)কে পুলিশ আটক করেছে।
বাড়ির মালিক মছলুল হক বলেন, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতদল ঘরের দরজা ভেঙে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে থাকা আমি ও আমার এক ছেলের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর ৬–৭ জনের ওই সশস্ত্র দল ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করতে শুরু করে। এ সময় ঘরের বাহিরেও ডাকাতদের আনাগোনা শোনা গেছে। তিনি আরও জানান, আমাদেরকে বাঁধার আগে আমি ২/৩ জন লোককে চিনতে পেরেছি। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা আসলে আমরা ৯৯৯-এ কল দিলে তাৎক্ষণিক জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাত দলের চলার পথ অনুস্মরণ করে একই গ্রামের ফয়সল আহমদকে আটক করে। আটককালে ফয়সলের শরীর কাঁদাযুক্ত ছিল এবং তাঁর সাথে ইয়াবা ছিল।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গিয়ে সন্দেহজনক একজনকে আটক করেছে। বর্তমানে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, এ ঘটনার মাত্র দু’দিন আগে গোটারগ্রামের সাবেক ইউপি সদস্য মৃত তাহির আলীর বাড়িতে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি।
Leave a Reply