জকিগঞ্জে প্রস্তাবিত মরিয়ম এবাদ মহিলা কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন চৌধুরী। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পীরনগরে এসে কলেজের নির্ধারিত স্থান ঘুরে দেখেন।
এ সময় তাঁর সাথে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর সচিব চৌধুরী মামুন আকবর ও কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন।
পরিদর্শনকালে বোর্ড চেয়ারম্যান স্থানীয় সাংবাদিকদের বলেন, “মরিয়ম এবাদ মহিলা কলেজ” প্রতিষ্ঠার অনুমোদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বোর্ডের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন, তা করা হবে।
বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর বলেন, “প্রবাসে থেকেও শিক্ষার প্রসারে এগিয়ে এসেছেন শিক্ষানুরাগী কাজী এবাদ। এ উদ্যোগের কার্যক্রম বাস্তবায়নে আমরা পদক্ষেপ নেব।”
কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন সময়োপযোগী এই সিদ্ধান্ত গ্রহণের জন্য আমেরিকা প্রবাসী কাজী এবাদের প্রশংসা করেন।
এ সময় জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র ইকবাল আহমদ বলেন,”বীরশ্রী তথা জকিগঞ্জের নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে মরিয়ম এবাদ মহিলা কলেজ। এটি চালু হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে ব্যাপক অবদান রাখবে এই প্রতিষ্ঠান।”
প্রস্তাবিত কলেজের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী কাজী এবাদ বলেন, “দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকলেও মন পড়ে থাকে মা, মাটি আর মানুষের মাঝে। আমার মরহুম সহধর্মিণী মরিয়মের নামানুসারে প্রতিষ্ঠিত হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় ও সিলেট বোর্ডের প্রয়োজনীয় কাজ চলমান রয়েছে।”
তিনি আরও জানান, জকিগঞ্জ-শেওলা-সিলেট সড়কের পাশে, পীরনগর ১ নম্বর গেইট সংলগ্ন এক একর জায়গায় কলেজ নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কলেজ প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের কর্মকর্তা কাজী মো. আজগর আলী, সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর উদ্দিন, সাবেক ইউপি সদস্য কাজী আব্দুল মতিন, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সাবেক ইউপি সদস্য কাজী জিয়া উদ্দিন, এমাদ উদ্দিন ও
কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবিদ হাসান।
প্রস্তাবিত মহিলা কলেজের স্থান পরিদর্শন শেষে বোর্ড চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তারা বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি চারতলা ভবনের মাল্টিমিডিয়া ক্লাসরুমও পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ে এসএসসি কেন্দ্র চালুর বিষয়ে বোর্ড চেয়ারম্যান আশ্বাস প্রদান করেন। পরিদর্শনের সময় শিক্ষকবৃন্দ, এলাকাবাসীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply