সারাদেশের ন্যায় আজ থেকে জকিগঞ্জে শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ডে’ সাশ্রয়ী মূল্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পবিত্র রমজানকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দেশের বিভিন্ন স্থানের মতো রোববার (২০ মার্চ) জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭৮৭টি পরিবার ও বারহাল ইউনিয়নের ১৩৯১টি পরিবারের মধ্যে ২কেজি চিনি, ২লিটার সয়াবিন তৈল ও ২কেজি মসুর ডাল টিসিবি পন্য বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ১১ঘটিকায় ধারাবাহিক টিসিবি পণ্য বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
এসময় সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমূখ।
Leave a Reply