1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলাপকালে জান্নাতুল ফেরদৌস মুন্নি: আমি আমার বাবা হত্যার বিচার চাই নুমান হত্যাকান্ড: জনগণের পালস বোঝার চেষ্টা করুন জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন জকিগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি জকিগঞ্জের সেই দেয়াল ভেঙ্গে দেয়ায় ইউএনও ও এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ অনেকেই দলের প্রচারণার চেয়েও নিজের প্রচারণা নিয়ে বেশী ব্যাস্ত–সিদ্দিকুর রহমান পাপলু জকিগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে শ্যালক সুমন জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জামিয়া দারুল ইহসান-এর শুভ উদ্বোধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩

জকিগঞ্জে ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠ্যসূচী এবং আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছে জামিয়া দারুল ইহসান, জকিগঞ্জ নামক একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান।
সোমবার (৬ মার্চ) দুপুরে জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত পূর্বগন্ধদত্ত গ্রামে কেরায়া-কালিগঞ্জ সড়কের পাঁশে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস হযরত মাওলানা হাফিজ মোঃ ফখরুল ইসলাম।
তরুণ আলেম মাওলানা আব্দুল হামিদ জালাল ও মাওলানা মোহাম্মদ আলী’র যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ।
জামিয়া দারুল ইহসান, জকিগঞ্জ-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা এনামুল হক-এর উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নগরীর ভার্তখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জের মুনশীবাজার মাদ্রাসার নির্বাহী মুহতামীম মাওলানা আব্দুল মুছাব্বীর আইওরী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, সিলেট-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল খালিক, প্রবাসী আলেম মাওলানা আব্দুল কাদির, জামেয়া দারুল ইসলাম, সিলেট-এর প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলাম, সংগঠক ও প্রভাষক মাওলানা মুখলিসুর রহমান, সিলেট দারুল আজহার ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা, মাদ্রাসার ভূমিদাতা পরিবারের সদস্য গুলজার আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মোঃ শিহাব উদ্দিন, সাহবাজপুর মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুস সালাম, ইলাবাজ মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মুছাব্বির, পীর মাওলানা আব্দুল আজিজ আব্দুল্লাহ, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ এখলাছুর রহমান, রাজনীতিবীদ এম.এ.জি. বাবর, প্রবাসী সংগঠক ফজলুর রহমান, বিকেবি’র সাবেক ব্যবস্থাপক মাসুক আহমদ, দারুল ইহসান ফাউন্ডেশন-এর সেক্রেটারি আহমদ আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী মাওলানা আব্দুল করিম, প্রবীণ আলেম মাওলানা সালেহ আহমদ, ব্যবসায়ী মাওলানা মোস্তফা আহমদ, জামিয়া দারুল আজহার-এর সভাপতি মাওলানা রশীদ আহমদ, বিয়ানীবাজার রামদা জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান ও বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা খলিলুর রহমান প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিপূল সংখ্যক উলামা মাশায়েখ ও জনপ্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জামিয়া দারুল ইহসান, জকিগঞ্জ-নামক ব্যাতিক্রমধর্মী প্রতিষ্ঠান চালু করায় প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফিজ মাওলানা এনামুল হক ও ভূমিদাতা মিসেস শাহেদা বেগম, খায়রুন্নেছা বেগম, নুরুন নেহার বেগম ও ফখরুন্নেছা খানম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট