জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূতি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জকিগঞ্জ উপজেলা শাখা ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় জকিগঞ্জ শহরের ডাংক বাংলো থেকে বিশাল আনন্দ মিছিলটি শুরু হয়ে জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে জকিগঞ্জ এম এ হক চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জুলাই যোদ্ধে আহত ছাত্রদল নেতা আব্দুল মালিক।
সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও জকিগঞ্জ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর রিপন আহমদের শুভেচ্ছা বক্তব্যে সূচিত বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, জুলাই যুদ্ধে আহত ছাত্রদল নেতা আনহার আহমদ ও জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছাব্বির আহমদ, তানভীর আহমদ।
উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মালিক মলিক, সহ সভাপতি আব্দুল করিম, সহ সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সহ সভাপতি সাবেক কাউন্সিলর শামীম আহমদ, জকিগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনজুর আলম, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা শামসুল ইসলাম সমসু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির মেম্বার, জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা রুহুল আমীন, জকিগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আহমদ, জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, জুবেল আহমদ, যুবদল নেতা জামাল আহমদ, হাবিবুর রহমান হাবিব, ফয়ছল আহমদ, শিহাব আহমদ, কবির আহমদ ও ছাত্রদল নেতা রাশেদ আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
বিশাল এ আনন্দ মিছিল ও সমাবেশ সফল করতে সাবেক ছাত্রনেতা হিফজুর রহমান, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এমডি কামাল, জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সহ অনেকের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল জকিগঞ্জ ডাক বাংলোয় এসে সমবেত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের সৈরাশাসনের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা জেল-জুলুম, হামলা-মামলা ও হয়রানী মোকাবেলা করে আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফসল হিসাবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই আন্দোলন করতে গিয়ে এদেশের শতশত ছাত্র-জনতা নিহত ও হাজার হাজার মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, বর্তমান প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যেন টালবাহানা না করেন। দ্রুত নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এখন সময়ের দাবী। তাই কোন ধরনের টালবাহানা না করে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেয়া হয় আমরা সেই দাবী জানাচ্ছি।
Leave a Reply