সিলেটের জকিগঞ্জে এবার ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা করেছেন জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শুক্রবার (৮ আগস্ট) রাত ৮ টার দিকে জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে এ মতবিনিময় সভার আয়োজন করেন। জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে ও জকিগঞ্জ পৌরসভা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল।
মতবিনিময় অংশ নেন সাবেক বিএনপি নেতা আব্দুল মুহিত, মখদ্দছ আলী, নুরুল হক, পুতি মিয়া, হোসেন আহমদ, জামাল আহমদ, আব্দুস শহিদ, আজমনি মিয়া, আব্দুর রহিম, রাজু আহমদ , রাজা চৌধুরী, সাচ্চু মিয়া, সাহেদ আহমদ ও রুহুল আমিন প্রমুখ।
সভায় জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং বিএনপির কার্যক্রমকে শক্তিশালী করতে বিভিন্ন প্রদক্ষেপের কথা তুলে ধরা হয়।
Leave a Reply