জকিগঞ্জ সদর ইউনিয়নের অন্তর্গত ভাখরশাল ইসলামী পাঠাগারের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় স্থানীয় ভাখরশাল বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঠাগারের সভাপতি কামরুদ্দীন ইয়াহিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি জিয়াউর রহমান এবং সহ সেক্রেটারি মিনহাজুল হক রিফাতের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান।
প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও স্থানীয় সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাসান আহমদ, মানিকপুর হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুশ শহিদ, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ আশুক আহমদ প্রমূখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিপূল সংখ্যক তরুণ ও যুবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদেরকে পাঁচটি আকর্ষণীয় উন্নত মানের পুরস্কার সহ বিশ জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়।
Leave a Reply