ভারতের আগরতলা সহ বাংলাদেশের উপ হাই কমিশন সমূহে হামলার প্রতিবাদে ও আগ্রাসনের আধিপত্যবাদীদের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে জকিগঞ্জ ডাক বাংলো থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এম.এ.হক চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও পৌর কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শামীম আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে ভারত নারাজ। সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ভারতের আগরতলা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশী উপ হাইকমিশনে হামলার ঘটনা ন্যাক্কারজনক। অবিলম্বে ভারত সরকারকে বাংলাদেশের নিকট ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।
Leave a Reply